অপ্রাপ্তি

অল্পতে খুশি হতে চাওয়া মানুষের কপালে অল্পটাও জোটে না!

এই পৃথিবীতে কেউ কেউ একটু ভালোবাসা, একটু যত্ন, একটু শান্তি চায়। খুব বেশি কিছু না—শুধু সামান্য সুখ। অথচ দেখা যায়, তাদের কপালে সেটুকুও জোটে না। জীবনের প্রতিটি বাঁকে তারা আশা করে, হয়তো এবার একটু ভালো থাকা যাবে। কিন্তু নিয়তি যেন তাদের সঙ্গে নীরব খেলায় মেতে থাকে।

যে মানুষটি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেয়, সে আসলে কষ্ট পায় বড়ো জোর। কারণ, তার প্রত্যাশা কম হলেও, পৃথিবী তাকে সেটুকু দিতেও কৃপণতা করে। সে ভাবে, "একটু ভালোবাসা পেলেই হবে," কিন্তু সমাজ তাকে ভুল বোঝে। সে ভাবে, "একটু সম্মান পেলেই চলবে," অথচ মানুষ তার সরলতাকে দুর্বলতা ভাবে।

বড়ো চাওয়া-পাওয়া যাদের, তারা হয়তো একটুখানি কম পেলে কষ্ট পায়। কিন্তু যাদের চাওয়া সামান্য, তারা না পেলে ভেঙে পড়ে। কারণ, তাদের জন্য সেই অল্পটুকুই ছিল অনেক বড়ো কিছু।

তাই জীবন এমনই—যারা বেশি আশা করে, তারা না পেলেও মানিয়ে নেয়। আর যারা সামান্য সুখ চায়, তারা সেটুকু না পেয়ে বেঁচে থাকাটাকেই বোঝা মনে করে। সত্যি, অল্পতে খুশি হতে চাওয়া মানুষের কপালে, অল্পটাও জোটে না!